ব্যাট উঁচিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন জো রুট ও হ্যারি ব্রুক। তখন গ্যালারি থেকে ইংলিশ দর্শকরা মুহূর্তটিকে ফোনের ক্যামেরায় ফ্রেমবন্দি করতেছিলেন। রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড পুঁজি গড়ল ইংল্যান্ড। রীতিমতো ঝড় তুললেন ইংলিশ অধিনায়ক ব্রুক। ক্যারিয়ারসেরা ইনিংসে দলের স্কোর বোর্ডে ৩৫৭ রানের পুঁজি দাঁড় করালেন।
কলম্বোতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় ইংল্যান্ড। ১-১ সমতার সিরিজ জিততে হলে রেকর্ড ভাঙতে হবে শ্রীলঙ্কাকে। রুটের অপরাজিত ১১১ রানের ইনিংসের সঙ্গে ব্রুক খেলেন ১৩৬ রানের হার না মানা ইনিংস। শ্রীলঙ্কার মাটিতে কখনো তিনশ ছুঁতে না পারা ইংল্যান্ড এবার সাড়ে তিনশ বেশি ইনিংস দাঁড় করিয়েছে।
টেস্ট, টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে—ইংল্যান্ড যেন একই ধরনের ক্রিকেট খেলেই অভ্যস্ত। শেষ ৮ ওভারে ইংল্যান্ড তোলে ১২৪ রান; এর মধ্যে ৩২ বলে ৯৮ রানই করেন অধিনায়ক ব্রুক। রীতিমতো ঝড় তোলেন তিনি। ওয়ানিন্দু হাসারাঙ্গা থেকে শুরু করে দুনিথ ভেল্লালেগে—কাউকেই ছাড় দেননি তিনি। ইংল্যান্ডের শেষ ৬৯ রানের মধ্যে সঙ্গী রুট করতে পেরেছিলেন মাত্র ১ রান; অতিরিক্ত বাদ দিলে বাকি সবকয়টিই এসেছে ব্রুকের ব্যাটে।
অনেকটা ধীর গতির ব্যাটিং করা রুট ১০০ বলে সেঞ্চুরি ছুঁয়েছিলেন। ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরির দিনে অপরাজিত ছিলেন ১১১ রানে। কিন্তু অন্যপ্রান্তে থাকা ইংলিশ অধিনায়ক ব্রুক প্রথম ফিফটি ছুঁতে খেলেন ৪০ বল। পরের ১৭ বলে আরও পঞ্চাশ যোগ করে ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি। শেষ ২৬ বলেই ব্রুকের ব্যাটে ইংল্যান্ডের যোগ বোর্ডে যোগ হয় ৮৬ রান। ক্যারিয়ারসেরা ১৩৫ পেরোতে পারবেন তো ব্রুক—এমন আলোচনা হচ্ছিল ইনিংসের শেষ বলে। ব্রুক সেটাই করলেন দারুণ এক ছক্কায়। ইংল্যান্ডের পুরো ইনিংসে ১০ ছক্কার মধ্যে ব্রুক একাই হাঁকান ৯টি। অথচ ইংল্যান্ডের ইনিংসের শুরুটা মোটেও ভালো ছিল না। ৪০ রান তুলতেই ফেরেন দুই ওপেনার বেন ডাকেট ও রেহান আহমেদ। কিন্তু এরপরই ভিন্ন রূপ দেখায় ইংলিশ ব্যাটাররা। শেষ পর্যন্ত রেকর্ড গড়েই ইনিংস শেষ করেছে তারা।
আরও পড়ুন:








