তিন ম্যাচে ৩ উইকেটের পর রিশাদের সেরা বোলিং
বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলছেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগব্রেকার প্রথম তিন ম্যাচে মাত্র ৩ উইকেট নেন। আজ (শুক্রবার) পার্থ স্কর্চার্সের বিপক্ষে তিনি এই টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন। পাওয়ার প্লেতে এক ওভার বল করে ৯ রান দেন রিশাদ। পঞ্চম ওভারের চতুর্থ বলে এক ছক্কা হজম করেন। ছন্দ খোঁজার লড়াইয়ে থাকা কুপার…