বুধবার

২৮ জানুয়ারি, ২০২৬ ১৪ মাঘ, ১৪৩২

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬ ০৯:২৫

শেয়ার

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। নতুন প্রধান কোচ ওয়েন ডকিন্সের অধীনে এবং অভিজ্ঞ অলরাউন্ডার রিচি বেরিংটনের নেতৃত্বে বিশ্বমঞ্চে নিজেদের সপ্তম অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে দলটি।

বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে কোয়ালিফায়ার পর্বে ব্যর্থ হলেও শেষ মুহূর্তে টুর্নামেন্টে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে সেই শূন্যস্থান পূরণে আইসিসির র‍্যাংকিংয়ের ভিত্তিতে নতুন করে সুযোগ পায় স্কটল্যান্ড।

নতুন কোচিং সেটআপে দল গঠনের ক্ষেত্রে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মূল দলে জায়গা পেয়েছেন ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি ও মার্ক ওয়াটের মতো ক্রিকেটাররা।

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফইয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্র্যাডলি হুইল। ভ্রমণরত রিজার্ভ: জ্যাসপার ডেভিডসন, জ্যাক জারভিস। ভ্রমণ না করা রিজার্ভ: ম্যাকেনজি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ার।



banner close
banner close