সোমবার

২৬ জানুয়ারি, ২০২৬ ১৩ মাঘ, ১৪৩২

বাঁচা-মরার ম্যাচে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬ ১৭:২১

আপডেট: ২৬ জানুয়ারি, ২০২৬ ১৭:২২

শেয়ার

বাঁচা-মরার ম্যাচে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। এই পর্বে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে আজিজুল হাকিম তামিমদের। সেমিফাইনাল নিশ্চিত করতে জিততে হবে দুটো ম্যাচেই। কিন্তু প্রথম ম্যাচের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। বাঁচা-মরার এই ম্যাচে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে গেল জুনিয়র টাইগাররা।

বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার জাওয়াদ আরবার। ৩ বলে ৬ রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার রিফাত বেগ ও দলনেতা আজিজুল হাকিম।

কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত কোনো প্রতিরোধ গড়তে না পারা বাংলাদেশ অলআউট হয়েছে অল্প রানেই।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। ২৫ রান আসে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে। আর আজিজুল হাকিম করেন ২০ রান। এছাড়া কালাম সিদ্দিকী ১০ ও শাহরিয়ার আহমেদ ১৮ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সেবাস্টিয়ান মরগান। দুটি করে উইকেট নেন রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।



banner close
banner close