সোমবার

২৬ জানুয়ারি, ২০২৬ ১৩ মাঘ, ১৪৩২

ফের বিপিএল চ‍্যাম্পিয়ন রাজশাহী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬ ২২:৪৪

আপডেট: ২৩ জানুয়ারি, ২০২৬ ২২:৪৫

শেয়ার

ফের বিপিএল চ‍্যাম্পিয়ন রাজশাহী
ছবি: সংগৃহীত

বিপিএলের ১২তম আসরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতেছে চট্টগ্রাম রয়্যালস। তবে টসে জিতলেও প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল দলটি। ব্যাটিংয়ে নামে রাজশাহী। ব্যাটিয়ে নেমে সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে যেন পাত্তাই দিলো না রাজশাহী ওয়ারিয়র্স। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলটি। জাববে ১১১ রানেই থেমে যেতে হয় চট্টগ্রাম চট্টগ্রাম রয়্যালসকে। ৬৩ রানের এক বড় ব্যবধানে জিতে এবারের শিরোপা নিশ্চিত করলেন নাজমুল হোসেন শান্তরা।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদের ঝড় ও সাহিবজাদার ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে রাজশাহীর ঝুড়িতে যুক্ত হয় ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে ফিরে যেতে হয় ফারহানকে।

দ্বিতীয় উইকেটে খেলতে নামা কেন উইলিয়ামসন। তাকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন।

এদিকে নিজের মতোন করে খেলতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ফিফটির পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। বিপিএলের এবারের আসরে এটা তার চতুর্থ সেঞ্চুরি। আর বিপিএলের ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পেলেন তানজিদ। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।

শেষ পর্যন্ত মাত্র ৬২ বলে ছয়টি চার ও সাতটি ছয়ে তানজিদের ইনিংস থামে ১০০ রানে। আর দলনেতা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ১১ রান। এদিকে ৭ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম।

চট্টগ্রাম রয়্যালসের সফল বোলার শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম। দুজনই দুটি করে উইকেটের দেখা পেয়েছেন।

রাজশাহীর জবাবে মাঠে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। দলীয় ১৮ রানের মাথায় ফিরে যেতে হয় দুই ব্যাটারকে। ১০ বলে ৯ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আর ২ বল খেলে রানের খাতায় খুলতে পারেননি মাহমুদুল হাসান জয়। এরদিকে হাসান নেওয়াজের ব্যাট থেকে আসে ৭ বলে ১১ রান।



banner close
banner close