২০২৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাট-বলে দ্যুতি ছড়ানো ক্রিকেটারদের নিয়ে একাদশে তৈরি করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটে অ্যালম্যানাক। সেই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বছরজুড়ে ছিল আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা। সব মিলিয়ে ২০২৫ সালের টি–টোয়েন্টি পারফরম্যান্সের ভিত্তিতেই দলটি নির্বাচন করেছে উইজডেনের সম্পাদকীয় বোর্ড।
মুস্তাফিজ ২০২৫ সালে ৫৯ উইকেট নিয়েছেন। ইকোনমি ৬.৭৮। বোলিং গড় ১৮.০৩ ন্যূনতম ১৫০ ওভার করা বোলারদের মধ্যে সেরা। কোনো পেসারই তার চেয়ে বেশি নিয়ন্ত্রিত ছিলেন না পুরো বছরে।
একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনিল নারিন ও জেসন হোল্ডার।
বোলিং আক্রমণে মুস্তাফিজের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ও ভারতের বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন:








