সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

ভারতের সিরিজ হারে বিজেপি ও গম্ভীরকে তীব্র আক্রমণ সমর্থকদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ১১:২২

শেয়ার

ভারতের সিরিজ হারে বিজেপি ও গম্ভীরকে তীব্র আক্রমণ সমর্থকদের
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়। শুধু খেলোয়াড়দের পারফরম্যান্স নয়, এবার সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ভারতীয় দলের কোচিং স্টাফ ও প্রধান নির্বাচককে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন অসংখ্য সমর্থক।

সমর্থকদের একাংশের অভিযোগ, দল নির্বাচন ও কৌশল নির্ধারণে স্বচ্ছতার ঘাটতি রয়েছে।

তাদের মতে, গুরুত্বপূর্ণ ম্যাচে ভুল সিদ্ধান্ত ও দুর্বল বোলিং পরিকল্পনাই সিরিজ হারার অন্যতম কারণ। কোচ ও নির্বাচকের বিরুদ্ধে ‘দায়িত্বহীনতা’ এবং ‘একক নির্ভরশীল দল গঠন’-এর অভিযোগও তুলেছেন তারা।

এমনকি বিতর্ক আরো ঘনীভূত হয় যখন এক সমর্থক প্রকাশ্যে অভিযোগ করেন যে, ভারতে ক্রিকেটকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সমালোচনা করে বলেন, খেলাধুলাকে রাজনীতির হাতিয়ার বানানো হচ্ছে, যা ভারতীয় ক্রিকেটের জন্য ক্ষতিকর।

ওই সমর্থক আরও কড়া ভাষায় আক্রমণ করেন গৌতম গম্ভীরকে। তার মতে, গম্ভীরের ভূমিকা ও মন্তব্য ভারতীয় ক্রিকেটে বিভাজন তৈরি করছে এবং মাঠের বাইরের বিষয়গুলো অপ্রয়োজনীয়ভাবে আলোচনায় আসছে।

যদিও ভারতীয় দল সিরিজে কিছু ম্যাচে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে, তবে সামগ্রিকভাবে বোলিং ইউনিটের ব্যর্থতা এবং দলগত সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল। অনেক সমর্থকই এখন ‘একজন নায়কের ওপর নির্ভরতা’ থেকে বেরিয়ে এসে দেখেশুনে দল গঠনের দাবি তুলছেন।

যদিও পুরো সিরিজে ভারত কিছু মুহূর্তে ভালো খেলেছে, তবু সামগ্রিকভাবে বোলিং ব্যর্থতা, দলগত সমন্বয়ের অভাব এবং কৌশলগত ভুল স্পষ্ট হয়ে উঠেছে। অনেক সমর্থকই এখন কোচিং কাঠামো ও নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তনের দাবি তুলছেন।



banner close
banner close