বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর থেকে আগেই বাদ পড়েছে ঢাকা ক্যাপিটালস। নিয়মরক্ষার ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমেছে রাজধানীর দলটি। প্রথম ব্যাট করতে নেমে সাইফ হাসানের ঝোড়ো ফিফটিতে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে ঢাকা।
মিরপুরে টস জিতে ঢাকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ঢাকা। আর দ্বিতীয় উইকেটে খেলতে নেমে সাইফ হাসান তো শুরু করেন ঝোড়ো ব্যাটিং। একটা সময় সুযোগ ছিল দলীয় স্কোর দুইশর বেশিতে নিয়ে যাওয়ার। কিন্তু সাইফের বিদায়ের পর সুবিধা করতে পারেননি পরবর্তী ব্যাটাররা।
দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংসটি খেলেন সাইফ। মাত্র ৪৪ বলে খেলা তার এই ইনিংসটি পাঁচটি করে চার ও ছয়ে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে ওপেনার জুবাইদ আকবরির ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা স্পর্শ করতে পারেননি।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তানভীর ইসলাম। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও আমির জামাল। আর একটি করে উইকেট পেয়েছেন দুজন বোলার।
আরও পড়ুন:








