যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। দুপুর দেড়টায় ভারতের বিপক্ষে লড়বে আজিজুল হাকিম তামিমের দল। প্রতিপক্ষ ভারত হলেও দলকে নির্ভার রাখছেন যুবাদের প্রধান কোচ নাভিদ নেওয়াজ। নিজ দল নিয়েই বেশি ভাবছেন তিনি।
বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় নাভিদ বলেছেন, ‘আমার মনে হয়, দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি এখানে। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। কাদের সাথে প্রথম ম্যাচ খেলছি এটা আসলে তেমন ম্যাটার করে না। প্রস্তুতি ম্যাচের মাধ্যমে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। প্রতিপক্ষ নিয়ে অত বেশি ভাবছি না। যেকোনো দলের সাথে খেলতেই নিজেদের প্রস্তুত রাখছি।’
নাভিদ আরও বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। কিছু ব্যাপার আমাদের নিয়ন্ত্রণে নেই, যেমন ধরুন আবহাওয়া, বৃষ্টি এসব। তাই এসব নিয়ে অত ভাবছি না। বেশ কিছু দিন আগে এসে এখানে ভালোভাবে মানিয়ে নিয়েছি। প্রথম ম্যাচের আগে হাতে সময় আছে। ছেলেরা উইকেটের আচরণ সম্পর্কে জানতে পারবে। আমার মনে হয় সবাই প্রস্তুত আছে।’
নিজেদেরকেও দুর্বল ভাবছেন না এই কোচ, ‘যে দল নির্দিষ্ট দিনে ভালো করবে তারাই জিতবে। ভারত অনেক ভালো দল। দুই ভালো দল খেলবে। আমাদেরও ভালো দল রয়েছে। আমরা প্রক্রিয়া ধরে রেখে এগোতে চাই, ছেলেরা পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পারলে আশা করি আমাদের ভালো সুযোগ থাকবে। চেষ্টা করব নিজেদের পরিকল্পনায় লেগে থাকতে। আশা করি ছেলেরা মাঠে এসব কাজে লাগাবে এবং সেরা দলটাই দিনশেষে জিতবে।’
আরও পড়ুন:








