শনিবার

১৭ জানুয়ারি, ২০২৬ ৩ মাঘ, ১৪৩২

বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬ ২২:০০

শেয়ার

বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না ফেডারেশন অব ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যাও বাড়ানো হয়েছে। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়েছে বেশ কয়েকটি দল। তবে বিশ্বকাপে নতুন দেশের সংখ্যা আরও বাড়াতে চায় ফিফা।

শুধু নতুন দেশ বললে ভুলই হবে, বাংলাদেশকেও বিশ্বকাপে দেখতে চান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনটিই বলেছেন তিনি।

ইনস্টাগ্রামের নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ইনফান্তিনো। সেখানে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে। এছাড়া ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘‘হ্যাঁ, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে।’’



banner close
banner close