পেশাদার একজন কোচের পরম আরাধ্য হলো কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলা। আর সেই ফাইনালে জিতলে তো কথাই নেই। যেন স্বপ্নকেই হাতের মুঠোয় পাওয়া। তাহলে কোনো কোচ যদি তার জীবনে খেলা সবকটি ফাইনালেই জিতে? এমন কীর্তিটা কেমন? এই রেকর্ড কী কোনো কোচের আছে?
হ্যাঁ, কোনো টুর্নামেন্টের ফাইনালে না হারা কোচও রয়েছেন। এই তালিকাটাও এক-দুজনের নয়। বর্তমানে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সারির তিন কোচের নামের পাশে রয়েছে এমন অবিস্মরণীয় কীর্তির নজির। সেই তিন এলিট ক্লাবের কোচ হলেন জিনেদিন জিদান, হ্যান্সি ফ্লিক এবং মাইকেল আর্তেতা।
সাবেক রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান এই তালিকায় সবার উপরের সারিতে অবস্থান করছেন। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, কোচিং ক্যারিয়ারে ৯টি ফাইনাল খেলা এই ফরাসি কিংবদন্তি কোনো হার দেখেননি। অর্থাৎ তার সময়ে ৯টি টুর্নামেন্টের ফাইনাল খেলে সবকটি জিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। জিনেদিন জিদানের পর রিয়াল মাদ্রিদের কোনো কোচ সফল হতে পারেননি। সর্বশেষ ব্যর্থতার তালিকায় নাম লিখিয়ে বরখাস্ত হয়েছেন জাবি আলোনসো।
জিনেদিন জিদানের পরেই অবস্থান করছেন তারই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক। এই জার্মান কিংবদন্তি সর্বশেষ ৮টি টুর্নামেন্টের ফাইনাল খেলে তার সবকটিতেই উঁচিয়ে ধরেছেন ট্রফি। সর্বশেষ গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও রিয়াল মাদ্র্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি।
সেসঙ্গে কোচ হিসেবে ৮ ফাইনালের ডাগআউটে দাঁড়িয়ে সব কটি জেতার কীর্তি ধরে রাখলেন বার্সা কোচ। হ্যান্সি ফ্লিক বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ— সব কটি ফাইনালই জিতেছিলেন। এরপর বার্সেলোনায় এসে জিতেছেন একটি কোপা দেল রে ও দুটি স্প্যানিশ সুপার কাপ। যার তিনটিই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
জিনেদিন জিদান এবং হ্যান্সি ফ্লিকের পরের স্থানটি দখল করে রেখেছেন মাইকেল আর্তেতা। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব আর্সেনালের হয়ে তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলা এই স্প্যানিশ কোচ সবকটিতেই জয়ের রেকর্ড গড়েছেন।
আরও পড়ুন:








