বুধবার

১৪ জানুয়ারি, ২০২৬ ১ মাঘ, ১৪৩২

চার মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬ ১১:০৩

শেয়ার

চার মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত
ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বড় জটিলতায় পড়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। আগামী ৭ ফেব্রুয়ারি স্বাগতিক ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসরের আগে মার্কিন দলের প্রাথমিক স্কোয়াডে থাকা চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ক্রিকেট-এর প্রতিবেদনে জানানো হয়, ভিসা না পাওয়া চার ক্রিকেটার হলেন—অভিজ্ঞ পেসার আলী খান, উইকেটরক্ষক-ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল এবং লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। এদের মধ্যে আলী খান যুক্তরাষ্ট্র দলের অন্যতম প্রধান বোলিং অস্ত্র। তিনি এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন।

আলী খান নিজেই ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ভিসা জটিলতার বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র দলের প্রস্তুতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এই ভিসা সংকট শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং অন্যান্য অংশগ্রহণকারী দলের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতে প্রবেশে বাধা দেয়া হলে জিম্বাবুয়ে, ইতালি ও নেদারল্যান্ডসের মতো দলগুলোও বিপাকে পড়তে পারে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত। একইভাবে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইতালি ও নিয়মিত অংশগ্রহণকারী নেদারল্যান্ডস দলে রয়েছেন একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার।

এ বিষয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিংবা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। তবে আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের ভিসা নিশ্চিত করার দায়িত্ব আয়োজক দেশের ওপরেই বর্তায়।

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে এই স্পর্শকাতর ভিসা ইস্যু কীভাবে সমাধান হয়, সেদিকেই এখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে।



banner close
banner close