জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদ প্রত্যাশা মাফিক সাফল্য পাচ্ছিল না। এ কারণে উড়ে বেড়াচ্ছিল একটি খবর, রিয়ালের কোচের পদ ছাড়তে হচ্ছে আলোনসোকে। সেই উড়ো খবরই সত্যি হলো অবশেষে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরশত্রু বার্সেলোনার কাছে ৩-২ গোলে হার মানায় আলোনসোকে চাকরি চ্যুত করেছে রিয়াল। কোরিং করালেন সব মিলিয়ে মাত্র সাত মাস। এই অল্প সময়ের মধ্যেই বার্নাব্যু ছাড়তে হলো আলোনসোকে।
ব্রাজিলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। পরে গত বছরের জুনে রিয়ালের কোচ হিসেবে নিয়োগ পান ক্লাবটির সাবেক ফুটবলার আলোনসো। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বায়ার লেভারকুসেনের হয়ে যে সাফল্য পেয়েছেন আলোনসো, সেটা রিয়ালে পাননি।
লা লিগায় ১৯ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে আছে রিয়াল, শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে পিছিয়ে রয়েছে ৪ পয়েন্টে। কাতালানদের পয়েন্ট ৪৯, রিয়ালের সংগ্রহ ৪৫।
আরও পড়ুন:








