সোমবার

১২ জানুয়ারি, ২০২৬ ২৯ পৌষ, ১৪৩২

মুস্তাফিজ থাকলে বাড়তে পারে নিরাপত্তা ঝুঁকি; বিসিবিকে আইসিসির অদ্ভুত সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬ ১৭:৫০

শেয়ার

মুস্তাফিজ থাকলে বাড়তে পারে নিরাপত্তা ঝুঁকি; বিসিবিকে আইসিসির অদ্ভুত সতর্কতা
সংগৃহীত ছবি

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, দলে মুস্তাফিজুর রহমান থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, আইসিসির কাছে ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে এবং এখন সংস্থাটির জবাবের অপেক্ষায় রয়েছে দেশটি।

আসিফ নজরুলের ভাষায়, “আমরা আইসিসিকে লিখেছি। এখন তাদের উত্তরের প্রত্যাশায় আছি। এর মধ্যেই আইসিসির নিরাপত্তা দলের পক্ষ থেকে একটি চিঠি এসেছে, যেখানে কিছু নির্দিষ্ট বিষয়ে সতর্ক করা হয়েছে।”

চিঠিতে তিনটি বিষয়ের কথা উল্লেখ করে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা জানানো হয়েছে বলে জানান তিনি। সেগুলো হলো—

মুস্তাফিজ থাকলে বাড়তে পারে নিরাপত্তা ঝুঁকি—বিসিবিকে আইসিসির অদ্ভুত সতর্কতা

প্রথমত, মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত থাকেন।

দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকেরা যদি জাতীয় দলের জার্সি পরে প্রকাশ্যে চলাফেরা করেন।

তৃতীয়ত, নির্বাচন যত এগিয়ে আসবে, ততই নাকি দলের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।

আসিফ নজরুলের মতে এর চেয়ে উদ্ভট ও অবাস্তব কথা আর হতে পারেনা।

তবে ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, “বাংলাদেশ কখনোই নির্দিষ্ট করে কলকাতা থেকে ম্যাচ সরানোর কথা বলেনি। আমরা বলেছি—শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরাপদ স্থানে ম্যাচ আয়োজন করা হোক। তাই ভারত বা আইসিসি যদি ভিন্ন কোনো পরিকল্পনা নেয়, বাংলাদেশ তা গ্রহণ করবে না।”

সব মিলিয়ে, বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা ও ভেন্যু–সংক্রান্ত আলোচনা নতুন মাত্রা পেয়েছে। আইসিসির পরবর্তী সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে—বাংলাদেশ কোন শর্তে এবং কোথায় তাদের বিশ্বকাপ ম্যাচগুলো খেলবে।



banner close
banner close