রবিবার

১১ জানুয়ারি, ২০২৬ ২৮ পৌষ, ১৪৩২

স্প্যানিশ সুপার কাপ ফাইনাল; রাতে শিরোপা নির্ধারণী এল ক্লাসিকো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১৬:৫৩

শেয়ার

স্প্যানিশ সুপার কাপ ফাইনাল; রাতে শিরোপা নির্ধারণী এল ক্লাসিকো
সংগৃহীত ছবি

বছরের প্রথম এল ক্লাসিকোতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের মেগা ফাইনালে লড়বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রিয়াল শিবিরে স্বস্তির খবর চোট কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে, আত্নবিশ্বাসের তুঙ্গে জয়ের ছন্দে রয়েছে কাতালানরা।

গত বছর রিয়ালকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিলো বার্সা। তবে তার আগে, ২০২৪ সালে সোনালি অতীত ছিলো মাদ্রিদের। দুই জায়ান্টের চোখে একই স্বপ্ন, লড়াইয়ে থাকবে সেই চির প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ।

মূলত, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর বিপক্ষে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রিয়াল। তবে চোটের কারণে সে ম্যাচে খেলতে পারেননি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল সমর্থকদের জন্য সুখবর হলো, শুক্রবার সৌদি আরবে পৌঁছে শনিবার জেদ্দায় দলের ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন এমবাপ্পে।

তবে, ফাইনালে কি তবে খেলছেন কিলিয়ান? রিয়াল কোচ আলনসো আগেই জানিয়েছেন, সতর্কতার সঙ্গে নেয়া হবে সিদ্ধান্ত। রিয়াল মাদ্রিদ রাইট ব্যাক দানিয়েল কারভাহাল এল ক্লাসিকোর জানিয়েছেন সবটা উজাড় করে দিতে প্রস্তুত তারা।

কারভাহাল বলেন, 'বছরের শেষ দিকে দল তার সেরা ছন্দে খেলছিলো না। আমরা অনেক ইনজুরির কবলে পড়েছিলাম, যার ফলে নিয়মিত খেলোয়াড়রা খেলার সুযোগ পাচ্ছিলো না। বড়দিনের ছুটি আমাদের সবার জন্যই কাজে লেগেছে। জাবি এবং খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক আস্থা রয়েছে এবং আমরা আমাদের সবটুকু উজাড় করে দেব।'

এদিকে, বার্সেলোনার সাম্প্রতিক রেকর্ড রিয়ালের বিরুদ্ধে ঈর্ষণীয়। সবশেষ পাঁচ এল ক্লাসিকোর চারটিতেই জয় পেয়েছে কাতালানরা। তবে সবশেষ দেখায় এমবাপ্পে বেলিংহ্যামরা হারিয়ে দিয়েছিল ইয়ামাল র‍্যাশফোর্ডদের। এরপর ঘরোয়া প্রতিযোগিতায় আর হারেনি বার্সা।

সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সা জিতেছে টানা ৯ ম্যাচ। এই আকাশচুম্বী আত্মবিশ্বাস নিয়ে তারা এবার নতুন শিরোপা জেতার মিশনে।

বার্সার সেন্টার ব্যাক এরিক গার্সিয়া বলেন, 'এই চ্যাম্পিয়নশিপ জেতা আমাদের জন্য একটি বাড়তি অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাস যোগাবে। আমাদের জন্য আরেকটি শিরোপা জেতা খুবই গুরুত্বপূর্ণ। দলের অধিকাংশ খেলোয়াড়ই খুব তরুণ, তাই এই জয় আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি বড় শক্তি হবে।'

উল্লেখ্য, গত মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে'তে ছিলো বার্সার উল্লাস আর রিয়ালের কান্না। এবার হাসবে কারা? ফুটবলপ্রেমীদের চোখ উত্তর খোঁজা শুরু করবে রাত ১টায়।



banner close
banner close