শনিবার

১০ জানুয়ারি, ২০২৬ ২৬ পৌষ, ১৪৩২

‘মাদ্রিদ ডার্বি’ জিতে ফাইনালে বার্সার সামনে রিয়াল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬ ০৭:৪২

শেয়ার

‘মাদ্রিদ ডার্বি’ জিতে ফাইনালে বার্সার সামনে রিয়াল
সংগৃহীত ছবি

স্প্যানিশ সুপার কাপে গত তিনবার ফাইনালে হয়েছিল এল ক্লাসিকো। এর মধ্যে দুইবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জেতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এ বছর আবারো দুই দল ফাইনালে মুখোমুখি। গতকাল (বৃহস্পতিবার) সেমিফাইনালে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ২-১ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে রিয়াল।

মাদ্রিদ ডার্বি জেতা জাবি আলোনসোর দল এবার ১৪তম ট্রফি জয়ের মিশনে। আর রেকর্ড ১৫ ট্রফির সঙ্গে আরেকটি উঁচিয়ে ধরার লক্ষ্য থাকবে বার্সার। আগামী রোববার হবে বছরের প্রথম এল ক্লাসিকো।

অ্যাটলেটিকোকে পেছনে ফেলতে রিয়ালের সময় লেগেছে মাত্র ২ মিনিট। চমৎকার ফ্রি কিক থেকে ফেদেরিকো ভালভার্দে গোলমুখ খোলেন। হাফটাইমের পর দশম মিনিটে রদ্রিগোর গোলে আরও এগিয়ে যায় রিয়াল। তিন মিনিট পর আলেক্সান্দার সোরলোথ একটি গোল শোধ দেয়। পরে আরও কয়েকটি সুযোগ পেলেও সমতার দেখা পায়নি অ্যাটলেটিকো।

সৌদিতে দলের সঙ্গে যাননি কিলিয়ান এমবাপে। হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে আছেন তিনি। তার বদলি হয়ে গনজালো গার্সিয়া রিয়াল বেতিস ম্যাচে হ্যাটট্রিক করেন। জানা গেছে, ফরাসি ফরোয়ার্ড রোববারের আগে স্কোয়াডে যোগ দিতে পারেন।



banner close
banner close