শুক্রবার

৯ জানুয়ারি, ২০২৬ ২৬ পৌষ, ১৪৩২

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাব নাকচ করল বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬ ২২:৫৪

শেয়ার

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাব নাকচ করল বিসিবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর ভারতীয় প্রস্তাব স্পষ্টভাবে নাকচ করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল, বাংলাদেশ যদি ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে সম্মত হয়, তাহলে মুস্তাফিজকে আবার দলে নেওয়া হবে। কিন্তু বিসিবি জানিয়ে দিয়েছে, নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো শর্তেই দলকে বিশ্বকাপে পাঠানো হবে না।

মুস্তাফিজকে সর্বশেষ আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল। বিসিসিআইয়ের নির্দেশনার পর তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হয় এবং কলকাতার অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়।

বিসিবি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে তাকে ফেরানোর প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়। এই সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যমে এবং আইপিএলের বাণিজ্যিক দিক থেকেও বড় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।



banner close
banner close