আনুষ্ঠানিকভাবে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিসিসিআইয়ের নির্দেশনার পর প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষে এই সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। কেকেআর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, আইপিএলের নীতিমালা অনুযায়ী তারা বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতিও পেয়েছে।
এর আগে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানান, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কেকেআরকে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে বলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও রাজনৈতিক চাপের কারণেই মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত তাকে দল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেয় কলকাতা।
আরও পড়ুন:








