মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

রিয়ালের বেঞ্চ ছেড়ে ফরাসি চ্যালেঞ্জ নেয়ার পথে এনড্রিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৫:০৯

শেয়ার

রিয়ালের বেঞ্চ ছেড়ে ফরাসি চ্যালেঞ্জ নেয়ার পথে এনড্রিক
সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদে স্বপ্নের জার্সি গায়ে চাপালেও বাস্তবতার সঙ্গে দ্রুতই পরিচিত হতে হয়েছে এনড্রিককে। ম্যাচের পর ম্যাচ মাঠের বাইরে বসে থাকা, পর্যাপ্ত সময় না পাওয়া—এই কঠিন বাস্তবতা থেকেই এবার নতুন চ্যালেঞ্জের পথে হাঁটছেন ব্রাজিলিয়ান বিস্ময়বালক। তার পরবর্তী গন্তব্য ফ্রান্স।

১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আগামী জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত ধারে নিচ্ছে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ল’একিপ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ও লিওঁর মধ্যে লোন চুক্তির সব শর্ত প্রায় চূড়ান্ত। এই চুক্তিতে স্থায়ীভাবে কেনার কোনো অপশন রাখা হয়নি। ছয় মাসের জন্য এনড্রিকের বেতনের অর্ধেক হিসেবে লিওঁকে গুনতে হবে প্রায় ১০ লাখ ইউরো।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর হওয়ার কথা। লিওঁতে যোগ দিলে এনড্রিক পরবেন ঐতিহাসিক ৯ নম্বর জার্সি, যে নম্বর একসময় ব্রাজিলিয়ান কিংবদন্তি সনি অ্যান্ডারসনের গায়ে শোভা পেয়েছিল।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে কার্যত সুযোগই পাননি এনড্রিক। সব প্রতিযোগিতা মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ১১ মিনিট। নিয়মিত খেলার অভাবই তাকে নতুন ক্লাব খুঁজতে বাধ্য করেছে। লিওঁতে তিনি খেলবেন পর্তুগিজ কোচ পাওলো ফনসেকার অধীনে। লিগ ওয়ানে বর্তমানে পাঁচ নম্বরে থাকা ক্লাবটি ইউরোপা লিগেও দারুণ ছন্দে রয়েছে—ছয় ম্যাচে জিতেছে পাঁচটিতেই।

এনড্রিকের সামনে বড় লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য সেই আসরের আগে নিজেকে প্রমাণ করতে চান তিনি। ব্রাজিল জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ১৪ ম্যাচ খেলা এই তরুণ আশা করছেন, নিয়মিত পারফরম্যান্সের মাধ্যমে আবারও কার্লো আনচেলত্তির নজরে ফিরতে।

রিয়ালের তারকাবহুল আক্রমণভাগে আপাতত জায়গা করে নেওয়া যে কঠিন, তা বুঝেই হয়তো এই সিদ্ধান্ত। ফ্রান্সের মাটিতে নতুন করে নিজেকে গড়ে তোলাই এখন এনড্রিকের সবচেয়ে বড় লক্ষ্য।



banner close
banner close