দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের সুফল হিসেবে ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছিল বাংলাদেশ। গত ১৯ নভেম্বর প্রকাশিত তালিকায় ১৮৩ থেকে উঠে আসে ১৮০ নম্বরে। তবে সোমবার ঘোষিত সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকলেও পয়েন্টের হিসেবে সামান্য পিছিয়েছে দলটি।
গত এক মাসে ফিফার কোনো আন্তর্জাতিক উইন্ডো না থাকায় হামজা-শামিতদের কোনো ম্যাচ খেলতে হয়নি। তবু ম্যাচ ছাড়াই বাংলাদেশের র্যাংকিং পয়েন্ট কমে গেছে। আগের ৯১১.১৯ পয়েন্ট থেকে নেমে এখন বাংলাদেশের সংগ্রহ ৯১১.১০।
যদিও এই সামান্য হ্রাস অবস্থানে কোনো প্রভাব ফেলেনি। ১৮০ নম্বর স্থানটি ধরে রেখেছে বাংলাদেশ। তাদের ঠিক পেছনে থাকা বেলিজের পয়েন্ট ৯১০.৭৪, যা বাংলাদেশের চেয়ে এখনও কম।
ফিফা উইন্ডো না থাকায় বেশিরভাগ দেশের অবস্থানই প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে এশিয়ার ফুটবলে ব্যতিক্রম হিসেবে উঠে এসেছে ভিয়েতনামের নাম। লাওসের বিপক্ষে ২–০ ব্যবধানে জয় পাওয়ায় তিন ধাপ উন্নতি করে তারা এখন অবস্থান করছে ১০৭ নম্বরে—এবারের তালিকায় এটিই সবচেয়ে বড় উত্থান।
অন্যদিকে সবচেয়ে বেশি পিছিয়েছে মালয়েশিয়া। পাঁচ ধাপ নেমে তারা এখন ১২১ নম্বরে, যেখানে আগের অবস্থান ছিল ১১৬।
শীর্ষ পর্যায়ে কোনো পরিবর্তন হয়নি। ফিফা র্যাংকিংয়ের প্রথম পাঁচ স্থানে যথাক্রমে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল আগের জায়গাতেই রয়েছে।
আরও পড়ুন:








