সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

টিভি আয়ের দৌড়ে বার্সাকে ছাড়িয়ে রিয়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ১৯:০৯

শেয়ার

টিভি আয়ের দৌড়ে বার্সাকে ছাড়িয়ে রিয়াল
সংগৃহীত ছবি

স্পেনের ফুটবলে সোমবার ছিল শুধু ভাগ্যের লটারির দিন নয়, একই সঙ্গে ভাগ হয়ে গেল লা লিগার বিপুল অডিওভিজ্যুয়াল আয়ের অর্থ। সেই হিসাবেই ঘটল বড় পরিবর্তন—লা লিগার চ্যাম্পিয়ন হয়েও টিভি আয়ের শীর্ষস্থান হারাল বার্সেলোনা। তাদের পেছনে ফেলে এবার এগিয়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

লা লিগা ২০২৪–২৫ মৌসুমের জন্য টেলিভিশন স্বত্ব থেকে মোট ১.৪৩২ বিলিয়ন ইউরো বণ্টনের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। আগের মৌসুমের তুলনায় মোট অঙ্ক কিছুটা কমলেও এই হ্রাসের ধাক্কা তুলনামূলক কম লেগেছে রিয়ালের গায়ে।

গত মৌসুমে টিভি স্বত্ব থেকে রিয়াল মাদ্রিদের আয় ছিল ১৫৯.৫৫ মিলিয়ন ইউরো, যা এবার কমে দাঁড়িয়েছে ১৫৭.৫২ মিলিয়নে। অন্যদিকে বার্সেলোনার আয় আরও বেশি কমেছে—১৬২.৪৯ মিলিয়ন থেকে নেমে এসেছে ১৫৬.৪৫ মিলিয়নে। এই ব্যবধানেই টিভি আয়ের তালিকায় শীর্ষে উঠে গেছে রিয়াল।

তবে রিয়ালের ক্ষেত্রে একটি ভিন্ন দিকও আছে। লা লিগার নতুন অডিওভিজ্যুয়াল নীতিমালায় ম্যাচ কাভারেজে বাড়তি সহযোগিতা—ড্রেসিংরুমে ক্যামেরা প্রবেশ কিংবা খেলোয়াড়দের সাক্ষাৎকার—দিলে ক্লাবগুলো অতিরিক্ত অর্থ পায়। এই নীতির বিরোধিতা করে রিয়াল মাদ্রিদ। তাদের মতে, এসব বাণিজ্যিক অধিকার ক্লাবের নিজস্ব নিয়ন্ত্রণে থাকা উচিত। ফলে সহযোগিতা না করায় সম্ভাব্য অতিরিক্ত আয় থেকে তারা বঞ্চিত হয়েছে।

টিভি আয়ের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে তাদের আয়ও কমেছে উল্লেখযোগ্যভাবে—১১৭.৮৯ মিলিয়ন থেকে নেমে এসেছে ১০৮.১৭ মিলিয়নে। সামগ্রিকভাবে লা লিগার অধিকাংশ ক্লাবই এবার কম টিভি অর্থ পেয়েছে। ব্যতিক্রম হিসেবে জিরোনা, এস্পানিওল, ভায়াদোলিদ ও লেগানেসের আয় বেড়েছে।

রিয়াল, বার্সা ও অ্যাতলেতিকোর পর উল্লেখযোগ্য অঙ্ক পেয়েছে অ্যাথলেটিক বিলবাও, রিয়াল সোসিয়েদাদ, বেতিস, সেভিয়া ও ভিয়ারিয়াল। তবে শীর্ষ দুইয়ের সঙ্গে অন্যদের ব্যবধান এখনো অনেক বড়—যা সহজে ঘোচানো কঠিন।

লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, এই হিসাব নতুন সম্প্রচার চুক্তির প্রভাব ছাড়াই তৈরি করা হয়েছে। ২০২৭–৩২ মেয়াদের জন্য জাতীয় টিভি স্বত্ব ইতিমধ্যে বছরে ১.০৫ বিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছে, যা আগের চুক্তির তুলনায় প্রতি মৌসুমে প্রায় ৬০ মিলিয়ন ইউরো বেশি। ফলে ভবিষ্যতে আয়ের চিত্র আবারও বদলে যেতে পারে।

অন্যদিকে সেগুন্দা ডিভিশনে মোট টিভি বণ্টন দাঁড়িয়েছে ১৭৩.৩ মিলিয়ন ইউরো। সদ্য অবনমিত ক্লাব কাদিস, আলমেরিয়া ও গ্রানাডা এখান থেকে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে, অবনমনজনিত ক্ষতি পুষিয়ে নেওয়ার সুবিধা থাকায়।

যেভাবে ভাগ হয় টিভির অর্থ

লা লিগার প্রথম বিভাগে মোট আয়ের অর্ধেক সমানভাবে ভাগ করা হয় ২০ ক্লাবের মধ্যে। বাকি অর্ধেক নির্ধারিত হয় মাঠের পারফরম্যান্স ও সামাজিক প্রভাবের ভিত্তিতে। সাম্প্রতিক ফলাফলের গুরুত্ব সবচেয়ে বেশি—শেষ মৌসুমের পারফরম্যান্সই হিসাবের ৩৫ শতাংশ জুড়ে থাকে। দ্বিতীয় বিভাগেও সমান ভাগের হার বেশি হলেও সেখানেও সাফল্য ও জনপ্রিয়তা বড় ভূমিকা রাখে।

সব মিলিয়ে, এই পরিসংখ্যান শুধু টাকার হিসাব নয়—এটি লা লিগার ভেতরের ক্ষমতা, প্রভাব ও ভারসাম্যের গল্পও বলে। আর সেই গল্পে, অন্তত এই মৌসুমে টিভি আয়ের হিসাবে, এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।



banner close
banner close