সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

বিপিএলের প্রথম দিনেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৮

শেয়ার

বিপিএলের প্রথম দিনেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজন
সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার দিনেই অনুষ্ঠিত হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, নিরাপত্তা ও সময়সূচির সীমাবদ্ধতার কারণে এবার ছোট পরিসরে এই আয়োজন করা হচ্ছে।

সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিঠু জানান, আগে ঢাকায় আলাদা করে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে তা বাতিল করতে হয়েছে। ফলে টুর্নামেন্ট শুরুর দিনই মাঠে সীমিত আকারে উদ্বোধন সম্পন্ন করা হবে।

তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে বেশ চ্যালেঞ্জিং এবং প্রায় প্রতি ঘণ্টায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। ২৪ ডিসেম্বর আলাদা করে উদ্বোধনী অনুষ্ঠান করা সম্ভব না হওয়ায় ২৬ ডিসেম্বর ম্যাচের দিনই আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূচিতে পরিবর্তনের সুযোগ না থাকায় ওই দিনই বিপিএলের যাত্রা শুরু হবে।

উদ্বোধনী দিনে প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর ৩টায়। এর আগে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে আসরের উদ্বোধন ঘোষণা করা হবে। মিঠু জানান, সাধারণত যেভাবে উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও ক্রীড়া সচিবের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা হয়, সেভাবেই সীমিত পরিসরে আয়োজন করা হবে।

এদিন সাম্প্রতিক এক শোকাবহ ঘটনার প্রেক্ষিতে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি মাঠে অস্থায়ী মঞ্চে স্বল্প সময়ের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে। জুমার নামাজের পর সোয়া দুইটার দিকে অনুষ্ঠান শুরু হয়ে ১৫ মিনিটের মধ্যেই শেষ করা হবে, যাতে দলগুলো নির্ধারিত সময় অনুযায়ী ওয়ার্ম-আপের সুযোগ পায়।

এছাড়া দুটি ম্যাচের মাঝখানেও ছোট পরিসরে আরও একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক।



banner close
banner close