৪১ বছর বয়সেও থামছেন না থিয়াগো সিলভা। ইউরোপিয়ান ফুটবলে আবারও প্রত্যাবর্তন করে পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব পোর্তোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন চেলসি ও পিএসজির সাবেক এই তারকা ডিফেন্ডার। ব্রাজিলের ক্লাব ফ্লামিনেন্সে টানা দুই মৌসুম খেলার পর তিনি যোগ দিলেন পর্তুগিজ জায়ান্টদের শিবিরে।
ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিলভার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ক্যারিয়ারের শুরুতেই ২০০৪-০৫ মৌসুমে পোর্তোর ‘বি’ দলের হয়ে খেলেছিলেন এই সেন্টার-ব্যাক।
ইউরোপের শীর্ষ পর্যায়ে সিলভার উত্থান ঘটে ইতালিয়ান ক্লাব এসি মিলানের জার্সিতে। সেখানে তিনি সিরি আ শিরোপা জয়ের স্বাদ পান। এরপর ২০১২ সালে পাড়ি জমান প্যারিস সাঁ-জার্মাঁতে, যেখানে সাতবার ফরাসি লিগ শিরোপা জিতে নিজেকে ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন।
২০২০ সালে চেলসিতে যোগ দিয়ে সিলভা আবারও নিজের ক্লাস প্রমাণ করেন। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গৌরব অর্জন করেন।
দীর্ঘ ও সফল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩২টি ট্রফি জিতেছেন থিয়াগো সিলভা। তবে এত অর্জনের পরও কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল জাতীয় দলে ডাক না পাওয়াটা কিছুটা বিস্ময়ের জন্ম দিচ্ছে।
আরও পড়ুন:








