লা লিগায় ফের নিজেদের আধিপত্য জোরালো করল বার্সেলোনা। রবিবার রাতে দশ জনের ভিয়ারিয়ালকে ২-০ গোলে পরাজিত করে পয়েন্ট টেবিলে ব্যবধান আবারও বাড়িয়েছে কাতালান জায়ান্টরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে একই রাতে হতাশার হার দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড, যারা অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে পরাস্ত হয়েছে।
এস্তাদিও দে লা সেরামিকায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রাফিনহা। বক্সের ভেতরে তাকে ফাউল করায় রেফারির বাঁশি বাজে এবং স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান উইঙ্গার।
৩৯ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিক ভিয়ারিয়াল। বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালকে পেছন থেকে বিপজ্জনক ট্যাকল করায় সরাসরি লাল কার্ড দেখেন রেনাতো ভেলগা। ফলে বাকি সময়টা দশ জন নিয়েই খেলতে হয় ভিয়ারিয়ালকে।
সংখ্যাগত সুবিধার পুরোটা কাজে লাগায় বার্সা। ম্যাচের ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লামিনে ইয়ামাল। এটি সব প্রতিযোগিতা মিলিয়ে স্প্যানিশ ফরোয়ার্ডের মৌসুমের নবম গোল।
এই জয়ের ফলে ১৮ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, যারা কাতালানদের থেকে চার পয়েন্ট পিছিয়ে।
একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে চমক দেখায় অ্যাস্টন ভিলা। শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় ভিলানরা।
আরও পড়ুন:








