রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হোবার্ট হ্যারিকেন্সের জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ২০:৫৮

শেয়ার

রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হোবার্ট হ্যারিকেন্সের জয়
সংগৃহীত ছবি

আগের ম্যাচের ব্যর্থতা ভুলে এবার দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন রেনেগেডর্সের বিপক্ষে নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিং করে হোবার্ট হ্যারিকেন্সকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

চার ওভারে মাত্র ২১ রান খরচায় একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন রিশাদ। তার নিয়মমাফিক বোলিংয়ের চাপে রেনেগেডর্স ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করতেই থেমে যায়।

ব্যাটিংয়ে রেনেগেডর্সের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন টিম সেইফার্ট। মোহাম্মদ রিজওয়ান যোগ করেন ৩২ এবং হাসান খান ২৩ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।

১৪৬ রানের লক্ষ্য তাড়ায় হোবার্ট হ্যারিকেন্সের শুরুটা ছিল খানিকটা অনিশ্চিত। ইনিংসের প্রথম বলেই ফিরে যান মিচেল ওয়েন, এরপর ওপেনার টিম ওয়ার্ডও দ্রুত আউট হন। দুজনকেই ফেরান জেসন বেহরনডর্ফ।

দুই উইকেট হারানোর পর ইনিংস সামাল দেন নিখিল ও ম্যাথিউ ওয়েড ম্যাকডরমট। আগ্রাসী ব্যাটিংয়ে নিখিল মাত্র ২৯ বলে ফিফটি তুলে নেন এবং ৭ চার ও ৪ ছক্কায় ৩৮ বলে ৭৯ রানের ঝলমলে ইনিংস খেলেন। অন্য প্রান্তে ম্যাকডরমট অপরাজিত থাকেন ৪৯ রান করে।

দুজনের দৃঢ় জুটিতে হোবার্ট হ্যারিকেন্স সহজ জয় নিশ্চিত করে। ব্যাটে-বলে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সের ফলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে তারা।



banner close
banner close