২০১৯ সালে উত্তরা ১৮ নম্বর সেক্টরের একদল উদ্যমী তরুণের উদ্যোগে যাত্রা শুরু করে ব্রাদার্স ইউনাইটেড ক্লাব। সামাজিক ও ক্রীড়া সংগঠন হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটি নিয়মিতভাবে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি উন্মুক্ত পাঠাগার নির্মাণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে।
এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫ সালের ২৮ নভেম্বর ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের আয়োজনে শুরু হয় ‘রুয়াপ ক্রিকেট লীগ সিজন–৬’। ছয়টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে রুয়াপ ক্রিকেট লীগের ইতিহাসে প্রথমবার অংশগ্রহণ করেই সুপ্রিম কিংস দল ফাইনালে রুয়াপ ক্রিকেট লাভার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রুয়াপ ক্রিকেট লীগ সিজন–৬-এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জনাব এ এস এম রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক জনাব আবদুর রাজ্জাক এবং সাবেক জাতীয় ক্রিকেটার জনাব হাসিবুল হোসেন শান্ত।
অতিথিবৃন্দ ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজনের জন্য ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তারা ক্লাবটির ভবিষ্যৎ কার্যক্রম ও সাফল্যের জন্য আন্তরিক শুভকামনা জানান। স্থানীয় ক্রীড়াঙ্গনে এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আরও পড়ুন:








