সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানির ঘোষণা দিয়েছে ফিফা। আসন্ন আসরে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৬০০ কোটি টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি ডলার (প্রায় ৬০০ কোটি টাকা)।
এ ছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্যে মোট ৭২ কোটি ৭০ লাখ ডলার (৮ হাজার ৮৬১ কোটি টাকা) ভাগ করে দেওয়া হবে। পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৭ হাজার ৯৮৪ কোটি টাকা)।
আরও পড়ুন:








