শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

অ্যাডিলেডে হেডের টানা চার সেঞ্চুরি, টিকল না ইংল্যান্ডের লড়াই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১৪:৪১

শেয়ার

অ্যাডিলেডে হেডের টানা চার সেঞ্চুরি, টিকল না ইংল্যান্ডের লড়াই
ছবি: সংগৃহীত

১৬৮ রানে ৮ উইকেট হারানোর পর ইংল্যান্ড লড়াই করল। অসহায় আত্মসমর্পণের শঙ্কায় থাকা দলটি অস্ট্রেলিয়াকে বড় লিড নিতে দেয়নি। বেন স্টোকস ও জোফরা আর্চারের হাফ সেঞ্চুরিতে শতক ছাড়ানো জুটিতে ৮৫ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে ইংলিশরা। জবাবে ৪ উইকেটে ২৭১ রানে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে, তাতে লিড বেড়ে ৩৫৬ রান।

৪৫ রানে অপরাজিত খেলতে নেমে স্টোকস ৮৩ রানে থামেন। এর কিছুক্ষণ পর আর্চার ১০৫ বলে ৫১ রান করে আউট হন। নবম উইকেটে তাদের জুটি ছিল ১০৬ রানের। অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ২৮৬ রানে অলআউট হয় সফরকারীরা।

প্যাট কামিন্স তিন উইকেট নিয়ে দারুণ প্রত্যাবর্তন করলেন। সমান সংখ্যক উইকেট নেন স্কট বোল্যান্ড। নাথান লিয়ন পান দুই উইকেট।

৮৫ রানে লিড নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস খেলতে নেমে চারশ ছাড়ানোর পথে। ঘরের মাঠ অ্যাডিলেডে টানা চতুর্থ সেঞ্চুরি করে ক্যারিয়ার সর্বোচ্চ রানের (১৭৫) পথে ছুটছেন হেড। সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি করে ১৯৬ বলে ১৩ চার ও ২ ছয়ে ১৪২ রানে অপরাজিত আছেন তিনি। অথচ ৯৯ রানে গালিতে হ্যারি ব্রুকের হাত ফসকে জীবন পান হেড।

ওপেনিংয়ে ৮ রানে জেক ওয়েদারাল্ড (১) বিদায় নেওয়ার পর মার্নাস লাবুশেনেও (১৩) বেশিক্ষণ টিকতে পারেননি। উসমান খাজার (৪০) সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন হেড। ১০ রানের ব্যবধানে জোড়া আঘাতের পর অ্যালেক্স ক্যারিকে নিয়ে পঞ্চম উইকেটে ১২২ রানের অপরাজিত জুটিতে মাঠ ছাড়েন তিনি। ৯১ বলে ৫২ রানে অপরাজিত থেকে ক্যারি টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দিকে ছুটছেন।

ইংল্যান্ডের জশ টাং সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে পান ব্রাইডন কার্স ও উইল জ্যাকস।



banner close
banner close