বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল তার দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২০:০৬

শেয়ার

রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল তার দল
সংগৃহীত ছবি

বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের বোলিংয়ে আবারো চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখা গেল। তবে এবার তার দল হোবার্ট হারিকেন্স মেলবোর্ন স্টার্সের কাছে হেরেছে।

ম্যাচে রিশাদ শুরুতেই মেলবোর্নের উদ্বোধনী জুটি ভাঙেন। তিনি থমাস রজার্সকে ফেরান এবং নিজের দ্বিতীয় ওভারে জো ক্লার্ককেও আউট করেন। তিন ওভারের স্পেলে তিনি ২ উইকেট নেন, তবে ৩৩ রান খরচ করেন। তৃতীয় ওভারে কিছু রান দেওয়ায় তার কোটা শেষ করতে পারেননি অধিনায়ক। তার এই বোলিংকে ছাড়া দলের বাকি বোলারদের পারফরম্যান্স বেশ ব্যর্থ ছিল।

মেলবোর্নের পক্ষে মার্কাস স্টইনিস এবং ক্যাম্পবেল কেল্লাওয়ে দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে জয় নিশ্চিত করেন। হোবার্ট ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই ভালো শুরু পায় ক্লার্ক ও রজার্সের ব্যাটে। রজার্সের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে উদ্বোধনী জুটি ৪৬ রান গড়ে। তবে সেই জুটি ভাঙেন রিশাদ। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি হোবার্ট। শেষ পর্যন্ত মেলবোর্ন স্টার্স সহজে ৮ উইকেটে জয় লাভ করে।

রিশাদের বোলিংই ছিল হোবার্টের একমাত্র ইতিবাচক পারফরম্যান্স। দলের বাকি বোলারদের অক্ষমতায় জয়টা সহজেই স্টার্সের হয়ে যায়।



banner close
banner close