কাতারের রাজধানী দোহায় ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা একাদশ ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত সময়ে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে এখানে। গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ের প্রতিফলন পড়েছে ফিফার বর্ষসেরা একাদশে। ১১ জনের ছয়জনই ফরাসি দলটির।
বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হওয়া উসমান ডেম্বেলে অনুমিতভাবে আছেন সেরা একাদশে। পিএসজি থেকে আরও জায়গা পেয়েছেন ডিফেন্ডার আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো, নুনো মেন্দেস, মিডফিল্ডার ভিতিনিয়া ও গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এই ইতালিয়ান গোলরক্ষক।
বাকি পাঁচজনের মধ্যে দুজন জায়গা পেয়েছে বার্সেলোনা থেকে। তারা হলেন মিডফিল্ডার পেদ্রি ও ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদ থেকে আছেন বেলিংহাম। একাদশের অন্য দুজন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও চেলসির মিডফিল্ডার কোল পালমার।
ফিফার সেরা একাদশ- জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো, নুনো মেন্দেস, ভার্জিল ফন ডাইক, ভিতিনিয়া, কোল পালমার, পেদ্রি, জুড বেলিংহ্যাম, উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল।
আরও পড়ুন:








