বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

আইপিএল নিলাম থেকে দল পেলেন সাকিব হুসেইন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৪:০০

আপডেট: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৪:০০

শেয়ার

আইপিএল নিলাম থেকে দল পেলেন সাকিব হুসেইন
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে। যেখানে মোট ৭৭টি জায়গার জন্য প্রায় ৩৫০ ক্রিকেটারের নাম জমা দেওয়া হয়েছিল। পূর্ণাঙ্গ হয়েছে প্রতি দলের ২৫ জনের কোটা। এবারের নিলাম থেকে দল পেয়েছেন সাকিব হুসেইন। ২১ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

শিরোপাতে চোখ রেখে মিনি নিলামে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ১৩ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডসকে কেনা হয়েছে ৩ কোটি টাকায়। এ ছাড়া ৩০ লাখ টাকায় দলে ভিড়েছেন আনক্যাপড ভারতীয় অলরাউন্ডার শিবাং কুমার।

নিলামে সানরাইজার্স নজর রেখে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দিকেও। ভিত্তিমূল্য ৩০ লাখ টাকায় সাকিবকে দলে ভেড়ায় তারা। এ ছাড়া উইকেটকিপার-ব্যাটার সলিল অরোরা, শিবাং কুমার, ওঙ্কার তুকারাম তারমালে, অমিত কুমার, প্রফুল হিঙ্গে এবং ক্রেইন্স ফুলেত্রা—এই ছয়জনকেও দলে ভিড়িয়েছে সানরাইজার্স।

সাকিব হুসেইন এর আগে ছিলেন কলকাতা দলে। সেবার প্রথম রাউন্ডে অবিক্রীত থাকলেও পরে তাকে ২০ লাখ টাকায় দলে ভেড়ায় কেকেআর। যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই ক্রিকেটারের। বিহারের গোপালগঞ্জ জেলা থেকে উঠে এসেছেন সাকিব। বিহারের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার পর সিনিয়র দলের হয়েও নজর কেড়েছেন।



banner close
banner close