মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

আকাশছোঁয়া দামে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ২০:০৫

শেয়ার

আকাশছোঁয়া দামে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
ছবি: সংগৃহীত

৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। পুরনো দুই দল দিল্লী ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস ফিজকে পেতে আপ্রাণ চেষ্টা করলেও কলকাতা ছাড় দেয়নি কাউকেই।

এবারের নিলামে নাম রয়েছে ৩৫০ জন ক্রিকেটারের। বাংলাদেশ থেকে জায়গা পান ৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলামের। এছাড়া ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে জায়গা হয় রাকিবুল হাসানের।

আইপিএলে দল গোছানোর জন্য একেকটি ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারে ১২০ কোটি রুপি করে। যার বেশিরভাগই খরচ হয় মেগা নিলামে। ২০২৬ আইপিএলের আগে অবশ্য মেগা নিলাম নয়, মিনি নিলাম। মিনি নিলামে সব দল সমান অর্থ খরচ করতে পারবে না। নিলামের জন্য চেন্নাই সুপার কিংসের ৪৩ কোটি ৪০ লাখ রুপি রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ২৫ কোটি ৫০ লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি। এছাড়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পার্সে প্রায় ২৩ কোটি রুপি।

অন্যান্য দলের মধ্যে দিল্লী ক্যাপিটালসের ২১ কোটি ৮০ লাখ রুপি, গুজরাট টাইটান্সের ১২ কোটি ৯০ লাখ রুপি, মুম্বাই ইন্ডিয়ান্সের মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি, পাঞ্জাব কিংসের ১১ কোটি ৫০ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৬ কোটি ৪০ লাখ রুপি, রাজস্থান রয়্যালসের ১৬ কোটি ৫ লাখ রুপি হাতে রয়েছে। মুম্বাইয়ের হাতেই আছেন সবচেয়ে কম টাকা। নিলামটি তাই তাদের জন্য একপ্রকার আনুষ্ঠানিকতা। অন্যদিকে কলকাতার অর্ধেকের বেশি টাকাই হাতে রয়েছে। তবে তাদের খেলোয়াড়ও প্রয়োজন সবচেয়ে বেশি।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



banner close
banner close