আইপিএল ২০২৬ এর সূচি চূড়ান্তভাবে প্রকাশ না হলেও জানা গেল, ২৬ মার্চ থেকে ৩১ মের মধ্যে হবে পরবর্তী আসর। সাম্প্রতিক বছরগুলোতেও একই উইন্ডোতে হয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ।
বিসিসিআই পূর্ণ সূচি ঘোষণা করেনি। তবে আইপিএলের ১৯তম আসর যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় তিন সপ্তাহের মধ্যে হবে, সেটা জানিয়ে দিলো তারা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আট মার্চ ভারত ও শ্রীলঙ্কায় হবে এই টুর্নামেন্ট।
টানা দ্বিতীয় বছর পিএসএলের সঙ্গে প্রায় মিল রেখে সূচি ঘোষণা করল। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ হবে ২৬ মার্চ থেকে তিন মে পর্যন্ত।
নভেম্বরের মাঝামাঝি সময়ে আইপিএল দলগুলো তাদের ধরে রাখা ও ছেড়ে দেয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে। আজ আবুধাবিতে ৩৬৯ জন খেলোয়াড়কে নিয়ে হবে মিনি নিলাম। ৭৭ জন খেলোয়াড়কে কিনতে পারবে দলগুলো, বিদেশি ৩১ জন। সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড়কে কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স।
আরও পড়ুন:








