দিল্লিতে শেষ যাত্রাবিরতি ছিলো লিওনেল মেসির। রাতেই ভারত ছেড়েছেন। তার আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্মরণীয় মুহূর্ত কাটালেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। সেখানে নানান উপহার পেলেন তিনি।
বিকেলে মেসি মাঠে নেমে চারপাশ ঘুরে দর্শকদের অভিবাদনের জবাব দেন হাসিমুখে। তারপর একটি সেলিব্রেটি ম্যাচ উপভোগ করেন। দর্শকদের অনেকে নীল জার্সি পরেন, যার নম্বর ছিলো ১০। প্রায় সবার কণ্ঠে ছিল মেসি মেসি স্লোগান।
সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে নিয়ে মাঠ থেকে লাথি মেরে বল গ্যালারিতে পাঠান মেসি। তারপর মিনার্ভা অ্যাকাডেমি টিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। বাচ্চাদের সাথে কিছুক্ষণ ফুটবলও খেলেন।
শেষ দিকে মেসির হাতে আইসিসি প্রধান জয় শাহ তুলে দেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সই করা ব্যাট ও জার্সি। মেসিকে ১০ নম্বর জার্সি দেন, সুয়ারেজ নয় ও ডি পলকে সাত নম্বর জার্সি পান।
এ ছাড়া মেসিকে দেয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী টিকিট। ফেব্রুয়ারি মাসের সাত তারিখে ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা, সেই খেলা দেখার আমন্ত্রণ পেয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি।
আরও পড়ুন:








