মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৮:২৩

শেয়ার

শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি  পরোয়ানা
ছবি: সংগৃহীত

১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বর্তমানে দেশের বাইরে। দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পেট্রোলিয়াম মন্ত্রী থাকাকালে দুর্নীতিসংক্রান্ত কার্যকলাপে গ্রেপ্তার হচ্ছেন রানাতুঙ্গা। সোমবার এই কথা জানিয়েছেন আদালত। রানাতুঙ্গা ও তার ভাইয়ের বিরুদ্ধে তেল কেনার চুক্তি দেওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন করার এবং বেশি খরচ করার অভিযোগ রয়েছে ।

দুর্নীতি পর্যবেক্ষণকারী একটি সংস্থা বলেছে যে, মোট ২৭ বার কেনাকাটা করার কারণে দেশের প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপির ক্ষতি হয়েছে। ঘুষ বা দুর্নীতির অভিযোগ তদন্তকারী কমিশনের মতে, এই কেনাকাটা ২০১৭ সালে করা হয়েছিলো ।

তদন্তের জন্য গঠিত কমিশন কলম্বো ম্যাজিস্ট্রেট আসাঙ্গদা বোদারাগামাকে জানিয়েছে যে, অর্জুন বিদেশে আছেন এবং ফেরার পরে তাকে গ্রেফতার করা হবে। সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী অর্জুন রানাতুঙ্গার ভাই ও তৎকালীন রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ধামিকা রানাতুঙ্গাকে সোমবার গ্রেপ্তার করা হয়, পরে জামিনে তাকে মুক্তি দেয়া হয়।

১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে রানাতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করেছিলো।



banner close
banner close