সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

রদ্রিগোর গোলে এবার স্বস্তির জয় রিয়ালের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৮:৫৬

শেয়ার

রদ্রিগোর গোলে এবার স্বস্তির জয় রিয়ালের
ছবি: সংগৃহীত

আলাভেসের মাঠে নামার আগে থেকে বিপদ সংকেত দেখতে পাচ্ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। তিন পয়েন্ট না পেলে তার চাকরি যাওয়ার গুঞ্জন স্পেনজুড়ে। মাদ্রিদ ক্লাব ম্যাচ শেষে তিন পয়েন্টই পেয়েছে, কিন্তু রেলিগেশন থেকে তিন পয়েন্ট দূরে থাকা দলের বিপক্ষে জিততে যেভাবে ঘাম ছুটলো, তা প্রশ্নবিদ্ধ। চাপ কিন্তু কিছুটা থেকে গেল জাবির ওপর।

রবিবার আলাভেসের মাঠে ২-১ গোলে জিতেছে রিয়াল। জানুয়ারির পর প্রথম লা লিগা গোল করেছেন রদ্রিগো। গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির বিপক্ষে জাল কাঁপিয়ে জাবির সঙ্গে উদযাপন করে তার প্রতি সংহতি প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ম্যাচটি হেরেছিল তারা। এবার তার ৭৬তম মিনিটের গোলে কোচ ও রিয়াল স্বস্তির জয় দেখল।

ইনজুরিতে সিটি ম্যাচে মাঠের বাইরে থাকা কিলিয়ান এমবাপে এদিন খেলেছেন। কিন্তু চোট যে পুরোপুরি চলে যায়নি, তা ফুটে উঠেছে তার পারফরম্যান্সে। শুরুর দিকে হাঁটুর ব্যথায় অস্বস্তি ছিল তার চোখেমুখে।

যদিও ফরাসি তারকা প্রথম ১০ মিনিটেই দুইবার গোলের সুযোগ তৈরি করেন। প্রথমবারে নেওয়া তার শট অল্পের জন্য গোলবারের পাশ দিয়ে যায়। তারপর আরেকটি শট ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে।

১২তম মিনিটে রদ্রিগোর একটি শট গোলবারের বাইরে ছিলো। অবশেষে রিয়াল স্বস্তিতে ফেরে ২৪ মিনিটে লিড নিয়ে। মাদ্রিদের হয়ে ৭০তম গোল করেন এমবাপে। রদ্রিগো বলের দখল নিয়ে জুড বেলিংহামকে দেন। ইংল্যান্ড মিডফিল্ডারের বাড়ানো বলে বাকি কাজ করেন এমবাপে।

অতিথিরা কয়েক মুহূর্ত পর জাল কাঁপিয়েছিল। কিন্তু কর্নার থেকে গোল করার আগে বল বেলিংহামের হাতে লেগেছিলো। প্রথমার্ধে রিয়ালকে বাঁচান থিবো কোর্তোয়া। পাবলো ইবানেজকে রুখে দেন বেলজিয়ান কিপার।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকবার গোলের সুযোগ তৈরি করে রিয়াল। আন্তোনিও সিভেরা ডাবল সেভে তাদের হতাশ করেন। প্রথমবার এমবাপেকে, তারপর ভিনিসিয়ুসের ফিরতি শট রুখে দেন।

মাদ্রিদ ক্লাবের ওপর চাপ তৈরি করে আলাভেস ৬৯তম মিনিটে সমতা ফেরায়। থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ দক্ষতায় ভিসেন্তে জাল কাঁপান। অফসাইড চেকের পর গোল বহাল ছিল।

কিছুক্ষণ পর লুকাস বয়েসের শট গোলমুখের সামনে দাঁড়িয়ে বাধা দিয়ে রিয়ালকে রক্ষা করেন রাউল আসেনসিও। ধীরে ধীরে চাপ বাড়তে থাকে তাদের ওপর। শেষ পর্যন্ত আবার এগিয়ে যায় তারা।

বাঁদিকে জনিকে টপকে নিচু ক্রস দেন, রদ্রিগো বলের দখল নিয়ে লিগের গোলখরা কাটান রদ্রিগো। কিছুক্ষণ পর এই ব্রাজিলিয়ান ব্যথা নিয়ে মাঠ ছাড়েন।

৮৬তম মিনিটে রিয়াল পেনাল্টির দাবি করেছিলো। ভিনিসিয়ুস বক্সের মধ্যে ফাউলের শিকার হলে স্পট কিকের বাঁশি বাজাননি রেফারি। রিভিউতেও একই সিদ্ধান্ত বহাল ছিল। স্টপেজ টাইমে ব্রাহিম দিয়াজের শট সাইড নেটে না জড়ালে ব্যবধান আরেকটু বাড়তে পারত।

সব প্রতিযোগিতা মিলে দুই ম্যাচ হারের পর জিতল রিয়াল। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৯।



banner close
banner close