শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ফয়সালের সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো আফগানিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৫:৪০

শেয়ার

ফয়সালের সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো আফগানিস্তান
ছবি: সংগৃহীত

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে নেমেছে বাংলাদেশ। তাদের বিপক্ষে ২৮৩ রানের বড় সংগ্রহ গড়েছে আফগানিস্তান। অবশ্য ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে তাদের পুঁজিটা আরও বড় হতে পারে মনে হচ্ছিলো।

মাঝে ২৮ রানের ব্যবধানে ৪ উইকেট তুলে নিয়ে লাগামটা টেনে ধরেছিল যুব টাইগাররা। কিন্তু আফগান টেলএন্ডারদের বিপরীতে তারা শেষ ২৮ বলে ৫৮ রান খরচ করেছে।

দুবাইয়ের আইসিসি একাডেমি শনিবার নিজেদের প্রথম ম্যাচে টস হারে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৩ রান তোলে আফগান যুবারা।

তাদের পক্ষে সর্বোচ্চ ১০৩ রান করেন ফয়সাল শিনোজাদা। এ ছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ৪৪, আজিজউল্লাহ মিয়াখিল ৩৮ ও ওসমান সাদাত ৩৪ রান করেছেন। শেষদিকে ১৬ বলে ২৬ রানের ইনিংস খেলেন আব্দুল আজিজ।



banner close
banner close