বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ০৮:৩২

শেয়ার

পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে
সংগৃহীত ছবি

টানা একটি ড্র ও একটি হারের পর অবশেষে জয়ের হাসি ফিরে পেল বার্সেলোনা। ক্যাম্প ন্যুর নতুন সাজে প্রথম ম্যাচে পূর্ণ আধিপত্য দেখালেও ২১ মিনিটে একমাত্র সুযোগ থেকেই লিড নেয় অতিথি আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে বিরতির পর দৃশ্যপট বদলে দেন জুলস কুন্দে। তিন মিনিটের ব্যবধানে দুটি দুর্দান্ত হেডে জাল খুঁজে এনে দেন বার্সার প্রত্যাবর্তনের গল্প।

দীর্ঘদিন পর নিজেদের ঘরের মাঠে ফিরে স্বাগতিকরা শুরু থেকেই বল দখলে রাখে। পুরো ম্যাচে ৭৩ শতাংশ পজেশন, ১৯ শট—সবই আধিপত্যের প্রমাণ। এর বিপরীতে ফ্রাঙ্কফুর্ট ছয়টি শটের চারটি লক্ষ্যভেদ করলেও কুন্দের নেতৃত্বে রক্ষা পেয়েছে বার্সা।

ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ তৈরি হয়। কুন্দের মাথা থেকে দারুণ পাস পেয়ে ভলিতে লক্ষ্যভেদ করতে পারেননি লেভান্ডফস্কি। চার মিনিট পর আবার জালের দেখা পেলেও রাফিনিয়ার আগের অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। এরপর জেরার্ড মার্টিনের শট ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ঠিক সেই সময়েই দারুণ পাল্টা আক্রমণে নাথানিয়েল ব্রাউনের থ্রু পাস থেকে আন্সগার কেনাউফের গোলে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট।

বিরতির আগে আর গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে নতুন উদ্যম নিয়ে মাঠে নামেন বার্সার ফুটবলাররা। বদলি মার্কাস রাশফোর্ড বেশ কয়েকবার প্রতিপক্ষ ডিফেন্সে অস্থিরতা তৈরি করেন। তারই বানানো আক্রমণ থেকে ৫০ মিনিটে হেডে সমতা ফেরান কুন্দে। তিন মিনিট পর লামিনে ইয়ামালের নিখুঁত ক্রস পেয়ে আবারও মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ফরাসি ডিফেন্ডার।

শেষ মুহূর্ত পর্যন্ত বল দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে বার্সা, যদিও আর গোল হয়নি। তবুও ২–১ ব্যবধানের জয় তাদের দুই ম্যাচের খরা কাটিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচ শেষে বার্সেলোনার অর্জন তিন জয়, এক ড্র ও দুই হার—মোট ১০ পয়েন্ট। অবস্থান তাদের এখন ১৪ নম্বরে। ফ্রাঙ্কফুর্ট পেয়েছে চতুর্থ হার, রয়েছে ৩০তম স্থানে।



banner close
banner close