পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ক্রিকেটে চলতি বছরটা বেশ ভালো কেটেছে বাংলাদেশ দলের। লিটন দাসের দল ফরম্যাটটিতে শ্রীলঙ্কার মাটিতে, পরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এবং সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে। এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও ভালো কিছুর প্রত্যাশা জাগিয়েছিল টাইগাররা। তবে সেমিফাইনালে ভারত-পাকিস্তানের বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি।
চলতি বছর টি-টোয়েন্টিতে আটটি সিরিজের মধ্যে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। ফরম্যাটটিতে এমন ধারবাহিক সাফল্য পাওয়ার প্রসঙ্গে জাতীয় দলের সিনিয়র সহকারী মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা যেভাবে প্রোগ্রেসটা করতে চেয়েছি, হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছেছি। একেবারে বলব না যে, আমরা অনেক সাফল্য পেয়ে গেছি। তবে যতটুকু সাফল্য আসছে, এটা টি-টোয়েন্টিতেই আসছে। আমরা ফরম্যাটটিতে রেগুলার সিরিজ খেলেছি একটা পর একটা এবং প্ল্যান অনুযায়ী এগিয়েছি, বিশ্বকাপের কথা বিবেচনায় নিয়ে এগিয়েছি।’
সালাহউদ্দিন চান টিম মিটিংয়ে যেনো ক্রিকেটাররা নিজে থেকে কথা বলেন, সিদ্ধান্ত নেয়া শুরু করেন, ‘টিম মিটিংয়ে ছেলেরা যেন একটু কথা বলে, তারাই যেন মিটিংটা চালায় এবং তারাই যেন সিদ্ধান্ত নেয়। কারণ দিনশেষে তারাই খেলবে, আমরা না। তারা যত ভালো ডিসিশন নেবে, তত ম্যাচিউরড হবে, তাদের গেম সেন্স যত ভালো হবে, তত তারা ভালো এপ্লাই করতে পারবে।’
আরও পড়ুন:








