সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

দেশের নাম উজ্জ্বল করতে দোয়া চাইলেন তাসকিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ১২:২৮

শেয়ার

দেশের নাম উজ্জ্বল করতে দোয়া চাইলেন তাসকিন
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হওয়া সর্বশেষ সিরিজে খেলেননি বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ওই সময় আবুধাবি টি-১০ লিগে খেলেছিলেন তিনি। সেখানে নর্দান ওয়ারিয়র্সের হয়ে নজর কেড়েছেন বল হাতে। পরবর্তীতে তাসকিন সরাসরি আইএল টি-টোয়েন্টির দল শারজাহ ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন।

যদিও এখনো আরব আমিরাতের চলমান ফ্র্যাঞ্চাইজি আসরটিতে নামা হয়নি তাসকিনের। এখনো শারজাহ’র জার্সি গায়ে খেলা না হলেও ভালো কিছুর প্রত্যাশা করছেন ডানহাতি এই পেসার। যেনো দেশের প্রতিনিধিত্ব ও নামের প্রতি সুবিচার করতে পারেন সেলক্ষ্যে তাসকিন দোয়া চেয়েছেন। এ ছাড়া আসন্ন বিপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সুস্থভাবে আইএল টি২০ যাত্রাও শেষ করার লক্ষ্য তার।

শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তাসকিন বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন যেন আমি আমার দেশের নাম উজ্জ্বল করে আসতে পারি এবং এই টুর্নামেন্টটা ভালো করে শেষ করে সুস্থ থাকি, যাতে সামনে আমার দেশকে আরও ভালো ভালো খেলা উপহার দিতে পারি এবং ম্যাচ জেতাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’



banner close
banner close