বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

ম্যাচ চলাকালে ধুমপান করলেন আর্জেন্টাইন কোচ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১২:২২

শেয়ার

ম্যাচ চলাকালে ধুমপান করলেন আর্জেন্টাইন কোচ
সংগৃহীত ছবি

ফুটবল মাঠে চলছে তুমুল লড়াই। ম্যাচ কোনদিকে গড়াচ্ছে, বোঝা দায়। গ্যালারিতেও চাপা উত্তেজনা। এদিকে ডাগআউটে দাঁড়িয়ে স্নায়ুচাপের সঙ্গে যুদ্ধ করলেন কোচ। উসখুস করছেন তিনি। এক আর্জেন্টাইন ফুটবল টুর্নামেন্টে রেসিং ও টাইগারের মধ্যকার লড়াইয়ে কোচ গুস্তাভো কোস্তাসেরও একই অবস্থা। কিন্তু তিনি মাথা ঠান্ডা করতে যা করলেন, তা শাস্তিযোগ্য অপরাধ!

রেসিং ও টাইগারের সেমিফাইনালে ওঠার লড়াই ছিল। ম্যাচটি গোলশূন্য থাকায় গড়ায় পেনাল্টিতে। উত্তেজনা তখন তুঙ্গে। রেসিং কোচ কোস্তাস টেনশন কমাতে ধুমপান করলেন।

নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি কোস্তাস। অবশ্য লুকিয়ে ধুমপান করতে চেয়েছিলেন আর্জেন্টাইন কোচ। বেঞ্চে গিয়ে বসে সহকারী কোচকে তার সামনে দাঁড়াতে বলেন, যেন আড়ালে ধুমপান করতে পারেন। কিন্তু ক্যামেরা ঠিকই তাকে খুঁজে পেয়েছে। সিগারেট বের করে তাকে টানতে দেখা গেছে।

ম্যাচ শেষে কোস্তাস উচ্ছ্বাসে ভেসেছেন। তার দল জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখন দেখার অপেক্ষা, তাদের কোচের জন্য কোনো শাস্তির ঘোষণা আসছে কি না!



banner close
banner close