বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

শীর্ষে তামিম, রেকর্ড ছক্কা ও জয়ে বছর শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১১:৩২

শেয়ার

শীর্ষে তামিম, রেকর্ড ছক্কা ও জয়ে বছর শেষ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ জয়ের ও ছক্কার নতুন রেকর্ড করল বাংলাদেশ। বছরের শেষ ম্যাচে এসে গতকাল প্রথমবারের মতো এক বছরে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছে তারা। আগের ১২২ ছক্কার রেকর্ড ছাড়িয়ে এবার সেটি থামল ২০৬-তে।

২০২৫ সালে মোট ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১৫টি ম্যাচে জয় এবং হেরেছে ১৪টি ম্যাচে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে এত ম্যাচ আগে কখনো জেতেনি বাংলাদেশ।

এক বছরে সবচেয়ে বেশি ছক্কাও হয়েছে। এবছরই সর্বোচ্চ ২০৬টি ছক্কা মেরেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান মিলে মেরেছেন ১২৭টি ছক্কা। যার মধ্যে ওপেনার তামিম একাই মেরেছেন ৪১টি ছক্কা, যা এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ।

দ্বিতীয় স্থানে আছেন পারভেজ ইমন, তার ছক্কা ৩৪টি। বছরের মাঝপথে দলে ফেরা সাইফ হাসান ১৫ ম্যাচে হাঁকিয়েছেন ২৯টি ছক্কা। অধিনায়ক লিটনের ব্যাট থেকে এসেছে ২৩টি ছক্কা আর মিডল অর্ডারের জাকের আলী ২৩ ইনিংসে ১৯টি ছক্কা হাঁকিয়েছেন।

এ বছর বাংলাদেশ মোট রান তুলেছে ৪২২৯ (অতিরিক্ত বাদে), যার ২৯ শতাংশই এসেছে ছক্কা থেকে। চার হাঁকানোতেও হয়েছে রেকর্ড। এই বছর সর্বোচ্চ ২৯৮টি চার এসেছে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়েছেন তামিম। ২৬ ম্যাচে ৭২০ রান, সর্বোচ্চ ব্যক্তিগত ৮৯ রান।



banner close
banner close