রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় ড্রয়ের সুযোগ ভালোভাবে লুফে নিতে পেরেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বড় ম্যাচ জিতে লা লিগার শীর্ষস্থান সুসংহত করল তারা। হ্যান্সি ফ্লিকের দল পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে ন্যু ক্যাম্পে।
সব প্রতিযোগিতা মিলে অ্যাটলেটিকো সাত ম্যাচ জয়ের ধারায় ছিল। শেষবার তারা লিগ হেরেছিল ১৭ আগস্ট। কিন্তু বার্সার কাছে হার দেখল মাদ্রিদ ক্লাব।
অবশ্য ম্যাচে লিড নিয়েছিল অ্যাটলেটিকো। নাহুয়েল মলিনার থ্রু বলে বার্সার অফসাইড ফাঁদ এড়িয়ে অ্যালেক্স বায়েনা জাল কাঁপান। ১৯ মিনিটে পিছিয়ে পড়ার সাত মিনিট পর রাফিনহা বার্সাকে সমতায় ফেরান। পেদ্রির দারুণ পাসে কিপার জ্যান ওবলাককে ঘুরিয়ে খালি জালে বল ঠেলে দেন তিনি।
বার্সা ব্যবধান বাড়াতে পারতো প্রথমার্ধেই। পাবলো বারিওস ফাউল করেন ওলমোকে। রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি কিক উঁচু দিয়ে মারেন। তার আরেকটি হেড রুখে দেন ওবলাক।
দ্বিতীয়ার্ধের শুরুতে লেভানডোভস্কির বাড়ানো বলে ওলমো বাঁ পায়ের নিচু শটে ওবলাককে পরাস্ত করেন।
গোল করার পরপরই পড়ে গিয়ে কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়েন ওলমো। তার সঙ্গে লেভানডোভস্কিও উঠে যান। তোরেস ও মার্কাস র্যাশফোর্ড তাদের বদলি হয়ে মাঠে নামেন।
অ্যাটলেটিকোর ঘুরে দাঁড়ানোর শেষ আশা মাটি করে দেন তোরেস। অ্যালেক্স বালদের নিচু ক্রসে গোলমুখের খুব কাছ থেকে দলের তৃতীয় গোল করেন তিনি।
এই জয়ে রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা। ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের।
আরও পড়ুন:








