বুধবার

৩ ডিসেম্বর, ২০২৫ ১৯ অগ্রহায়ণ, ১৪৩২

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন তানজিদ তামিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫ ১৬:৫০

শেয়ার

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন তানজিদ তামিম

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মঙ্গলবার (২ ডিসেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক্যাচটি লুফে নিয়ে টাইগার ক্রিকেটার তানজিদ হাসান তামিম গড়েছেন এক বিরল রেকর্ড।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

মোট হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে আউটফিল্ডে পাঁচটি ক্যাচ নেওয়া তৃতীয় ক্রিকেটার এখন তানজিদ। এর আগে এই অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে তানজিদের রেকর্ডের দিনে আজ প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন পল স্টার্লিং। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

পাওয়ার প্লেতে দারুণ আক্রমণ শুরু করলেও পরে খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সফরকারীরা। বিশেষ করে রিশাদের দুর্দান্ত লেগ স্পিনে চাপে পড়ে দ্রুত উইকেট হারায় তারা। এরপর আর ম্যাচে ফিরে দাঁড়াতে পারেনি আইরিশরা।



banner close
banner close