আসন্ন আইপিএলের মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে পারে খেলোয়াড় বিকিকিনির জমকালো এই অনুষ্ঠান। এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি।
গত ৩০ নভেম্বর ছিল প্লেয়ারদের রেজিস্ট্রেশনের শেষ দিন। এর মধ্যে দুই কোটি টাকা ন্যূনতম দামে নাম নথিভুক্ত করেছেন ৪৫ জন ক্রিকেটার। তবে সেই তালিকায় নাম নেই গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকার। ফ্যাফ ডু’প্লেসিসের পর নিলাম থেকে নাম তুলে নিয়েছেন অজি অলরাউন্ডার।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের মতে, এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন মোট ১৩৫৫ জন ক্রিকেটার। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। ১৩ পৃষ্ঠার দীর্ঘ তালিকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিভাবান ক্রিকেটারদের জায়গা হয়েছে।
ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আছেন মায়াঙ্ক আগারওয়াল, কেএস ভরত, রাহুল চাহার, রবি বিষ্ণয় ও আকাশ দীপের মতো তারকারা। বিষ্ণয় ও ভেঙ্কটেশ আইয়ার কেবল ভারতীয় খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপির তালিকায়।
বিদেশিদের তালিকায় আরও আছেন অস্ট্রেলিয়ান ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট ও স্টিভ স্মিথ। বিয়ের কারণে অনিশ্চয়তার মধ্যে থেকে নাম লিখিয়েছেন উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস। ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা আছেন। সব মিলিয়ে ৪৩ জন বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ দুই কোটির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
মুস্তাফিজের সাথে যেখানে আছেন গ্রিন, স্মিথ, জেমি স্মিথ, মুজিব উর রহমান, নবীন-উল-হক, শন অ্যাবট, অ্যাস্টন আগর, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ইংলিস, মুস্তাফিজুর রহমান, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, ড্যানিয়েল লরেন্স, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন, মাইকেল ব্রেসওয়েল, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, মাথিশা পাথিরানা, মাহিশ থিকশানা ও হাসারাঙ্গা। এ ছাড়া আইপিএলে ৯ মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য এক কোটি ভারতীয় রুপি।
আরও পড়ুন:








