মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

জিরোনার কাছে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ১০:২১

আপডেট: ১ ডিসেম্বর, ২০২৫ ১০:২২

শেয়ার

জিরোনার কাছে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের গোলে জিরোনার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধের শেষ মিনিটে চমৎকার গোলে এগিয়ে যায় জিরোনা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ওনাহি।

এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ভিনিসিউস জুনিয়র বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। আর গোলের দেখা না পেলে প্রতিপক্ষের মাঠে ড্র নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মাদ্রিদ। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।



banner close
banner close