মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে ক্রিকেটারের তিন বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১০:৪৪

শেয়ার

মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে ক্রিকেটারের তিন বছরের কারাদণ্ড
ক্রিকেটারের তিন বছরের কারাদণ্ড

মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পাপুয়া নিউ গিনির ক্রিকেটার কিপলিন ডরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চলতি বছরের ২৫ আগস্ট ভোররাতে জার্সির সেন্ট হেলিয়ারের হিলারি স্ট্রিটে এক নারীকে ঘুষি মেরে তার মোবাইল ফোন ছিনতাই করেন কিপলিন।

৩০ বছর বয়সী এই উইকেটকিপার এ বছর আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে অংশ নিতে জার্সিতে অবস্থান করছিলেন। ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলার পর আরো কয়েকটি ম্যাচ বাকি ছিল তার। হোটেলে ফেরার পথে এক নারীকে ঘুষি মেরে ফেলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেন।

এই ঘটনার অল্প সময়ের মধ্যেই পুলিশ কিপলিনকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া ফোনটিও উদ্ধার করে। পরদিন তাকে ডাকাতির অভিযোগে চার্জ করা হয় এবং ২৭ আগস্ট জার্সি ম্যাজিস্ট্রেটস কোর্টে দোষ স্বীকার করেন তিনি। পরে শুক্রবার (২৮ নভেম্বর) রয়্যাল কোর্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

স্টেটস অব জার্সি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগের ডিটেকটিভ সার্জেন্ট জিম ম্যাকগ্রানাহান বলেন, ‘একজন অচেনা নারীর ওপর রাতের বেলায় হামলার মতো ঘটনায় আমরা দ্রুত তদন্ত শুরু করি। মাত্র কয়েকদিন ধরে দ্বীপে থাকা সন্দেহভাজনকে শনাক্ত, গ্রেপ্তার এবং চুরি হওয়া সম্পত্তি উদ্ধার করতে আমাদের টিম সফল হয়েছে।’

ইনজুরি নিয়ে খেলে অবিশ্বাস্য পারফরম্যান্স নেইমারের তিনি আরো বলেন, ‘নারী ও মেয়েদের ওপর সহিংসতার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এবং দ্বীপবাসীর নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’



banner close
banner close