মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

এবার ক্রিকেটে ব্রাজিলকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ০৯:৫৩

আপডেট: ২৯ নভেম্বর, ২০২৫ ০৯:৫৪

শেয়ার

এবার ক্রিকেটে ব্রাজিলকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

ব্রাজিল, আর্জেন্টিনা যখন মুখোমুখি, তখন উত্তেজনা থাকে তুঙ্গে। তবে তাদের মহারণ এখন পর্যন্ত ফুটবলেই সীমাবদ্ধ। তবে ফুটবল ছাপিয়ে এখন ক্রিকেটেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। বুয়েন্স আয়ার্সে চলছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে আর্জেন্টিনা উড়িয়ে দিয়েছে ব্রাজিলকে।

২০১৯ ও ২০২৪ সালে দুইবারের দেখাতে আর্জেন্টিনা দাপট দেখিয়ে ব্রাজিলকে হারিয়েছিল। ঘরের মাঠে সেই ধারাবাহিকতা ধরে রেখে প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেল তারা।

আগে ব্যাটিংয়ে নেমে ব্রাজিল ১০৯ রানে থামে। কেবল প্রথম দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করেন। সর্বোচ্চ ৫১ রান লুইস মোরাইসের। ১৭ রান করেন আরেক ওপেনার রেজাউল করিম। ক্রিজে নামা নয় ব্যাটারের মধ্যে বাকিরা এক অঙ্কের ঘরে থেমেছেন।

আর্জেন্টিনার বোলার লুকাস রসি আট রান দিয়ে নেন তিন উইকেট। এ ছাড়া অগাস্তিন রিভেরো পান দুটি উইকেট।

লক্ষ্যে নেমে পেদ্রো ব্যারনের ৫৩ রানের সুবাদে ১৫তম ওভারে জিতে যায় আর্জেন্টিনা। তার ৪২ বলের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছয়। এছাড়া ২৩ রান করে ভালো শুরু এনে দেন আলেহান্দ্রো ফার্গুসন। ওপেনিং দুজনে মিলে ৭৪ রানের জুটি গড়েন। ১৭ রানে অপরাজিত ছিলেন অ্যালান কিশবাউম। অন্য প্রান্তে আট রানে টিকে ছিলেন ম্যানুয়েল ইতুর্বে। ১৪ দশমিক পাঁচ ওভারে দুই উইকেটে ১১০ রান করে আর্জেন্টিনা।



banner close
banner close