ক্রিকেটের মানচিত্রে নিজেদের নতুন করে চেনাতে যাচ্ছে সৌদি আরব, তাও আবার নারী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। ফেয়ারব্রেক ও সৌদি ক্রিকেটের যৌথ উদ্যোগে দেশটিতে প্রথমবার পেশাদার নারী ক্রিকেট ইভেন্ট হতে যাচ্ছে।
সৌদি ক্রিকেট ও ফেয়ারব্রেক এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই প্রতিযোগিতায় ৩৫টিরও বেশি দেশের নারী ক্রিকেটাররা অংশ নেবেন।
২০১৩ সাল বেসরকারি কোম্পানি ফেয়ারব্রেক ক্রীড়াঙ্গনে লিঙ্গসমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়। ২০২২ ও ২০২৩ সালে দুবাই ও হংকংয়ে গ্লোবাল ইনভাইটেশনাল টি-টোয়েন্টি আয়োজন করেছিল তারা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে তৃতীয় আসর হওয়ার কথা থাকলেও তা পরের বছর পিছিয়ে দেয়া হয়, কিন্তু তা আর মাঠে গড়ায়নি।
ফেয়ারব্রেক ইনভাইটেশনাল পুরোপুরি আইসিসির অনুমোদিত এবং ছয়টি দল খেলেছিলো। চামারি আতাপাত্তু, সোফি এক্লেস্টোন, লরা উলভার্ট ও মারিজান্নে ক্যাপের মতো আন্তর্জাতিক তারকারা খেলেছিল। তবে বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেয়নি। নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতের কোনো খেলোয়াড় খেলবেন কিনা তা স্পষ্ট নয়।
ক্রিকেট মানচিত্রে সৌদি আরবের পরিধি আরও বাড়ছে। ২০২৪ সালে জেদ্দায় হয়েছিলো আইপিএল নিলাম।
আরও পড়ুন:








