শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৪ অগ্রহায়ণ, ১৪৩২

প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন পর্তুগাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ০৯:৫৩

শেয়ার

প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন পর্তুগাল
ছবি: সংগৃহীত

পর্তুগাল বাজিমাত করলো। এর আগে তারা যুব বিশ্বকাপে ১৯৮৯ সালে সেরা সাফল্য পেয়েছিল। ওইবার তৃতীয় হয়েছিল তারা। এবার পর্তুগিজরা হলো বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ট্রফি জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ।

৪৮ দলের টুর্নামেন্টে বৃহস্পতিবার ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। বেনফিকা ফরোয়ার্ড আনিসিও কাবরাল অফসাইডের ফাঁদ এড়িয়ে গোলমুখের সামনে পাস পান। তারপর খালি জালে বল জড়ান তিনি। ৩২তম মিনিটের ওই গোলে ম্যাচ জিতেছে পর্তুগাল। এই প্রতিযোগিতায় কাবরাল সপ্তম গোল করলেন। অস্ট্রিয়ার গোল্ডেন বল জয়ী জোহানেস মোসারের চেয়ে একটি কম। ব্যক্তিগত সেরার পুরস্কার না পেলেও দলগত সাফল্য ধরা দিলো তার হাতে।

বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। ৫৮ শতাংশ বল ছিলো তাদের পায়ে। ১০টি শটের মধ্যে তিন বার ছিলো লক্ষ্যে। অস্ট্রিয়া ৪২ শতাংশ বল দখলে রেখে ৮টি শট নেয়, যার ৫টি লক্ষ্যে ছিল। ফাউলের ছড়াছড়ি ছিল পুরো ম্যাচে। দুই দল মিলে করেছে ৪৩টি ফাউল।

দোহায় দিনের আগের ম্যাচে গোলকিপার আলেসান্দ্রো লংগোনি দুটি পেনাল্টি সেভ করেন। তাতে ইতালি ৪-২ গোলে পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে হারিয়ে তৃতীয় হয়েছে।



banner close
banner close